মাগুরা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়াসহ বিরূপ মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় মাগুরা আদালতে হাজিরা দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ। রোববার দুপুরে মাগুরা সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আবু সাইদ চাঁদকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২৪ মে দুপুরে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।
অভিযোগ থেকে জানা গেছে, গত ১৯ মে বিকেলে রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে স্থানীয় শিবপুর বিদ্যালয় মাঠে জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রকাশ্যে উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন। আসামির উস্কানিমূলক বক্তব্য ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের পরিপন্থী কাজ।
এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। মামলায় ৭ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সকালে মাগুরা সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানি শেষে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি।
এদিকে চাঁদকে আদালত চত্বরে আনা হলে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা চাঁদের উপর জুতা সেন্ডেল ছুড়ে মারে। এক পর্যায়ে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান বাবুসহ কয়েকজনকে আটক করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাদের ছেড়ে দেয়।