জ্যেষ্ঠ প্রতিবেদক : আগামী ৭ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। ২৪ নভেম্বর দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে আসবেন। তার এই আগমনকে ঘিরে দলটিতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বসে নেই। ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে জোর প্রস্তুতি শুরু করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন আর দৃষ্টিকাড়া তোরণ নির্মাণের মাধ্যমে যশোর শহরকে উৎসবের নগরীতে পরিণত করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সূত্র মতে, আগামী ২৪ নভেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ঈদগাহ ময়দানে সমাবেশের আয়োজন করবে আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরবেন। তারই অংশ হিসেবে ৭ নভেম্বর যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর চাচতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের। সভায় যশোরের ৬ এমপি, জেলা আওয়ামী লীগের সকল সদস্য, সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক বর্ধিত সভায় অংশ নেবেন।
সর্বশেষ
- লেখনিতে মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন রুকুনউদ্দৌলাহ্
- দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে পণ্য আমদানিতে ধস, রাজস্ব নেমে অর্ধেকে
- জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার
- দল গঠনের নাটকীয়তা ছাপিয়ে জয়ে চোখ যশোরের
- চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
- ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ঢুকে পড়ল ট্রাক, নিহত ৯
- সালমানের পর এবার অভিনেত্রী দিশার বাড়িতে গোলাগুলি, আতঙ্কে বলিউড
- শার্শা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি নারী-পুরুষ আটক