মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: শারীরিক সুস্থতার জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধূলার অনুশীলন করতে হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অধিকতর মনোযোগী হতে হবে। প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে হবে। পদ্মা সেতু নির্মাণে সবচেয়ে বেশি লাভবান হবে মোংলা বন্দর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মোংলার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলার দিগরাজ ডিগ্রি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তুষার গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারদার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। এছাড়া সম্মানিত অতিথির বক্তৃতা করেন কলেজের সাবেক অধ্যক্ষ এবং সংবর্ধিত অতিথি গোলাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন, বুড়িরডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, বর্তমান চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস।
প্রধান অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং শিক্ষক-কর্মচারিদের মাঝে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।