নিজস্ব প্রতিবেদক
যশোরে যুবমহিলা লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শেষে কেক করেছেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা আলম সালমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবমহিলা লীগের কেন্দ্রীয় সদস্য তামান্না পারভীন সুমি, জেলা যুবলীগের সদস্য, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা যুবমহিলা লীগের সহ-সভাপতি নাজমা আক্তার, নাছিমা খাতুন, হাসিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক রিনি খাতুন, প্রচার সম্পাদক শাহনাজ আক্তার সুমি, দপ্তর সম্পাদক শাহিনা আক্তার, সদর উপজেলা আহবায়ক ফাতেমা আনোয়ার, যুগ্ম-আহ্বায়ক রেখা খাতুন, শহর শাখা আহ্বায়ক মাজেদা খাতুন, যুগ্ম-আহ্বায়ক শিরিনা ইয়াসমিন জোনাকি, মণিরামপুর শাখা আহ্বায়ক তাসনিম সুলতানা শোভা ও যুগ্ম-আহ্বায়ক ডা. ডেইজি রহমান। আলোচনা সভার পর দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কেক কাটা হয়।