কল্যাণ ডেস্ক
নোয়াখালী জেলার বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে একসঙ্গে প্রাণ হারালেন একই পরিবারের সাতজন। নিহতদের মধ্যে রয়েছে তিনজন নারী ও চারজন শিশু। তারা সবাই এক ওমান প্রবাসীকে আনতে ঢাকায় গিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফিরছিলেন।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটে, বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায়।
নিহতদের সবাই লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামের বাসিন্দা। তাঁরা ওমানফেরত এক স্বজনকে ঢাকার বিমানবন্দর থেকে রিসিভ করে নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িতে থাকা ছিলেন মোট ১১ জন। প্রবাসীসহ চারজন কোনোমতে প্রাণে রক্ষা পেলেও, নারীরা ও শিশুরা পানিতে ডুবে মারা যান।
নিহতরা হচ্ছেন- ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া( ৯)।
তারা সবাই লক্ষ্মীপুর জেলার চৌপল্লী গ্রামের বাসিন্দা এবং ঘরে ফেরা প্রবাসী আত্মীয়ের সঙ্গে ছিলেন।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রাইভার ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পানিতে পড়ে যায়। গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) কোনোভাবে বের হয়ে এলেও, গাড়ির ভেতরে পানি ঢুকে যাওয়ায় নারী ও শিশুদের উদ্ধার করা সম্ভব হয়নি।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাতটি মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, এবং উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে।
আরও পড়ুন: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান