নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রবীণ সংবাদপত্রসেবী ইউনুস আলী (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে তিনি খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সদর উপজেলার মাহিদিয়া গ্রামে। এদিনই তারা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
যশোরের সংবাদপত্র এজেন্ট এজাহার আলী জানান, ইউনুস আলী তার প্রতিষ্ঠানে দীর্ঘ ৬০ বছর ধরে চাকরিরত অবস্থায় ছিলেন। সদালাপী ইউনুস আলী গত ৩দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর আড়াইশ শয্যা হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। রোববার রাতে তাকে খুলনায় নেয়া হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।
এদিকে প্রবীণ সংবাদপত্রসেবী ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক একরাম-উদ-দ্দৌলা।