নিজস্ব প্রতিবেদক: যশোরের প্রবীণ সংবাদপত্র পরিবেশক ইজাহার আলী (৮২) রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত আটটার দিকে বাসায় ফেরার পথে দড়াটানায় কালেক্টরেট ভবনের সামনে রিকশা থেকে তিনি রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তিনি শহরের পুরাতন কসবা কাজীপাড়ার বাসিন্দা।
হাসপাতাল সূত্র মতে, প্রবীণ সংবাদপত্র পরিবেশক ইজাহার আলী শহরের দড়াটানা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকশাযোগে বাসা কাজীপাড়ায় যাচ্ছিলেন। কিছুদূর গেলে কালেক্টরেট ভবনের সামনে পৌছালে রিকশার চাকা ব্লাস্ট হলে তিনি রাস্তায় পড়ে যান। তার চোখের উপরে কপালের অংশ কেটে গেছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জসিম উদ্দিন জানান, ইজাহার আলীকে চিকিৎসা দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি চিকিৎসা শেষে তাদেরকে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
অপরদিকে রাত সাতটার দিকে সদরের রূপদিয়া গ্রামের মোটরসাইকেল চালক শাকিব হোসেন (২৬) চাউলিয়া গেটে ইজিবাইকের সাথে সংঘর্ষে মারাত্মক আহত হন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।