নিজস্ব প্রতিবেদক
বেনাপোল প্রভাতী সংঘের নবগঠিত কমিটির ইফতার বিতরণ করা হয়েছে। নবগঠিত কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক অসহায় হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে স্টেশন রোড়স্থ প্রভাতী সংঘের ভবনের সমনে নবগঠিত কমিটির সদস্যদের সমন্বয়ে এই ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আছাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি মাহামুদুল হাসান শাহিন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মো. বদরুজ্জামন, সহ: ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক ইউনুচ আলী, সহ:পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হান্নান, সদস্য মফিজুর রহমান পিন্টু, মাহফুজুল হক সোহাগসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বেনাপোল পৌরসভা এলাকায় অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানোই প্রভাতী সংঘের মূল লক্ষ্য। প্রভাতী সংঘের নবগঠিত কমিটি বেনাপোল এলাকায় সকল সামাজিক কাজে সহযোগিতা করবে।
