নিজস্ব প্রতিবেদক
কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ যশোরের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোয়াজ্জেমা আখতার আশা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অধীনে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ‘The Role of NGO in Socio-Economic Development of Muslim Women: Perspective Khulna Division.’ (মুসলিম নারীর আর্থসামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা: পরিপ্রেক্ষিতে খুলনা বিভাগ) শীর্ষক গবেষণায় এই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার গবেষণা কাজের তত্ত্বাবধায়ক ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক ড.শহীদ মুহাম্মদ রেজওয়ান। তিনি ২০১৩ সালে একই বিভাগ ও তত্ত্বাবধায়কের অধীনে ‘নৈতিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় পারিবারিক জীবনের ভূমিকা: পরিপ্রেক্ষিত ইসলাম’ শীর্ষক গবেষণা কাজের জন্য এমফিল ডিগ্রি অর্জন করেন।
মোয়াজ্জেমা আখতার ১৯৯৭ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল হাদিস বিভাগে নারীদের মধ্যে প্রথম শ্রেণিতে দ্বিতীয় হন। ব্যক্তিগত জীবনে তিনি দু’মেয়ে ও এক ছেলের জননী। তার বড় মেয়ে নুজহাত ফাতিমা জাহিন বেইজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপসহ পিএইচডি গবেষণারত। একমাত্র জামাতা প্রকৌশলী শাকিল হুসাইন চীনে হেংলিচ্যাং টেকনোলজি কোম্পানি লিমিটেডের গ্লোবাল চ্যানেল বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত। ছোট মেয়ে ডা.নওশীন ফাতিমা জাহরা এবং ছেলে আহমাদ নুগাইব জাবির যশোর জিলা স্কুলে অস্টম শ্রেণির শিক্ষার্থী। তার স্বামী ড.মাহবুবুর রহমান কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ। প্রভাষক মোয়াজ্জেমা আখতার আশা সবার কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন: যশোরের যুবককে ব্লাকমেইল করে ২০ লাখ টাকা আদায়!