নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী যশোরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিএনপি ও তার অঙ্গসংগঠনসমূহ শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দলের প্রয়াত এ নেতাকে স্মরণ করেন।
শুক্রবার সকালে শহরের লালদীঘিপাড়ে দলীয় কার্যালয়ের সামনে জেলা উলামা দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্র্গিস বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্রে রূপান্তরিত করতে নানা কর্মসূচি গ্রহণ করেন। যেকারনে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সেদিন তাকে নৃশংসভাবে খুন করেছিল। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে একই স্থানে জেলা ছাত্রদলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালন করা হয়। এদিকে যুবদলের উদ্যোগে শহরের প্রতিটি ওয়ার্ডে দারীদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা অ্যাড. মোহাম্মদ ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে নেতৃবৃন্দ ভাগ হয়ে যশোর শহর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে গরীবদের মাঝে খাবার বিতরণসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনিন্দ্য ইসলাম অমিত শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি খড়কি, বেজপাড়াসহ বিভিন্ন এলাকার কর্মসূচিতে অংশ নেন।
অপরদিকে অধ্যাপক নার্গিস বেগম ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনিও অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন। এসব কর্মসূচি এদিন রাত পর্যন্ত চলমান থাকবে বলে বিএনপি সূত্র জানায়। এছাড়া শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দোয়ার আয়োজন করে। আগামী ১ জুন বিকেল ৩টায় যশোর বিডি হলে জেলা বিএনপির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
এদিকে শহরের শংকরপুর এলাকার স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করে। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে শ্রমজীবী মানুষের জন্য ছাতা আর নি¤œ আয়ের মানুষের সন্তানদের জন্য স্কুলব্যাগ উপহার দেয়া হয়েছে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার জুমার নামাজের আগে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন। গোলপাতা মসজিদের সামনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা স্থানীয় বিএনপি নেতা মতিয়ার রহমান মতি।
অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক, আব্দুস সালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁন ও জেলা আইনজীবী সমিতির সাবেক দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু উপস্থিত ছিলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি গণমানুষের দল। এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও মানুষের কল্যাণে নানামুখি কর্মসূচির জন্য সমাদৃত। তার উত্তরসূরি হিসেবে দলের নেতাকর্মীরাও মানুষের পাশে থাকার চেষ্টা করে। মতিয়ার রহমান মতি বলেন, রোদ, বৃষ্টির মধ্যে শ্রমজীবী মানুষ অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। তাদের কথা চিন্তা করে এবার শহীদ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকীতে একশ মানুষকে ছাতা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরও ৭০টি শিশুকে স্কুলব্যাগ প্রদান করা হয়েছে-এসব শিশুর অভিভাবক টাকার অভাবে সন্তানকে ব্যাগ কিনে দিতে পারেন না। তিনি বলেন, এই ধারা আগামীতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
