নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক সদ্য প্রয়াত সাংবাদিক মতিনুজ্জামান মিটুর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেছেন, সারাটা জীবন সততার সাথেই সাংবাদিকতা করে গেছেন মতিনুজ্জামান মিটু। অভাব অভিযোগ থাকলেও তিনি কখনোই সাংবাদিকতাকে বিক্রি করেননি। অল্পতেই তুষ্ট থেকেছেন, পায়ে হেঁটে খেয়ে না খেয়ে দায়িত্ব পালন করতেন তিনি। নেতৃবৃন্দ মতিনুজ্জামান মিটুর এই সততা অনসরণ করার জন্য নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাংবাদিক তৌহিদ জামান। সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। উল্লেখ্য, মতিনুজ্জামান মিটু গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন।