বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের এক সিনেমা হলে বলিউড চলচ্চিত্র ‘সো লং ভ্যালি’-এর স্ক্রিনিং চলাকালে এক নাটকীয় ঘটনা ঘটে। বলিউড অভিনেত্রী রুচি গুজ্জর প্রকাশ্যে প্রযোজক ও অভিনেতা মন সিংহকে জুতা ছুঁড়ে মারেন। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ঘটনার পরে ওশিওয়ারা থানায় প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন।
মিডডের প্রতিবেদনে বলা হয় অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রযোজক ও অভিনেতা করণ সিং চৌহান ও মন সিংহ রুচিকে একটি হিন্দি টিভি সিরিয়ালে সহ-প্রযোজকের ভূমিকায় কাজ দেয়ার প্রতিশ্রুতি দেন। এরই ভিত্তিতে ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত রুচির কোম্পানি এসআর ইভেন্ট অ্যান্ড ইন্টারটেনমেন্ট থেকে করণ সিংয়ের কোম্পানি কে স্টুডিও -এর বিভিন্ন অ্যাকাউন্টে পর্যায়ক্রমে প্রায় ২৪ লাখ টাকা পাঠানো হয়।
তবে, পরবর্তীতে সিরিয়ালটির কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ রুচির। উপরন্তু, প্রযোজকরা ফোন রিসিভ করা বন্ধ করে দেন, টাকা ফেরতের প্রতিশ্রুতি পালন করেননি এবং একপর্যায়ে তাকে হুমকিও দিতে শুরু করেন। গত ২৪ জুলাই ২০২৫, রুচি গুজ্জর ওশিওয়ারা থানায় ভারতীয় ন্যায় সনহিতা (বিএনএস) ২০২৩-এর ধারা ৩১৮(৪), ৩৫২ এবং ৩৫১(২)-এর আওতায় অভিযোগ দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঘটনার দিন, রুচি গুজ্জর ‘সো লং ভ্যালি’ সিনেমার স্ক্রিনিং চলাকালে বিক্ষোভ করতে সিনেপলিস প্রেক্ষাগৃহে পৌঁছান। তার সঙ্গে থাকা বিক্ষোভকারীরা সিনেমার পোস্টারে লাল ক্রস চিহ্ন দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। এ সময় মন সিংহের সঙ্গে তর্কে জড়িয়ে তিনি পায়ের জুটা ছুঁড়ে মারেন, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
রুচি গুজ্জর বলেন, আমি শুধু অর্থনৈতিকভাবে নয়, মানসিকভাবেও নির্যাতিত হয়েছি। এটি শুধু টাকার বিষয় নয়, শিল্পের নাম ব্যবহার করে যেভাবে বিশ্বাসভঙ্গ করা হয়েছে সেটিও গুরুতর অপরাধ। আমি বিশ্বাস করি মুম্বাই পুলিশ সঠিক বিচার নিশ্চিত করবে।
এফআইআরে আর্থিক লেনদেনের নির্দিষ্ট বিবরণ, অ্যাকাউন্ট নম্বর এবং ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়েছে। এখন পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করছে এবং তদন্ত চলছে।
আরও পড়ুন: ‘দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না’