পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা-কয়রাসহ তালা ও দাকোপ উপজেলার আংশিক নিয়ে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুন্দরবন জেলা বাস্তবায়ন পরিষদ।
পরিষদের পক্ষ থেকে শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবি জানানো হয়। পরিষদের আহবায়ক এ্যাডঃ আবু সাইদের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সাদেকুজ্জামনের পরিচালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ জিএ সবুর।
উপস্থিত ছিলেন বিএনপির সাবেক নেতা খন্দকার হারুনুর রশীদ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, শেখ বেনজির আহম্মেদ লাল, আসলাম পারভেজ, ইব্রাহীম গাজী, শহিদুল ইসলাম ও আবুল কালাম আজাদ।
দূরত্ব ও আয়তনের দিক বিবেচনা করে বক্তারা অবিলম্বে সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবী জানান। বক্তারা আরো বলেন, বিগত ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে জায়গীর মহলে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি আব্দুস সাত্তারের মহাকুমা ঘোষণা সুন্দরবন জেলা বাস্তবায়নের দাবিকে জোরালো করেছে। নেতৃবৃন্দ জেলা বাস্তবায়নের এ আন্দোলনে দলমত নির্বিশেষে সব শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান।