নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে সোমবারের ম্যাচে জয় পেয়েছে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ও সীমান্ত ক্লাব। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে উপশহর প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ১৫ রানে বিপ্লব শহীদ স্মৃতি সংসদকে এবং সীমান্ত ক্লাব ৯৬ রানের বড় ব্যবধানে সূর্য্য শিখাকে পরাজিত করে। সীমান্ত ক্লাব ও সূর্য্য শিখার প্রথম ম্যাচ হলেও প্রাইম কোচিং সেন্টার ও বিপ্লব শহীদ স্মৃতি সংসদের দ্বিতীয় ম্যাচ ছিল। তবে দ্বিতীয় দুই দলের ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। প্রথম ম্যাচে হারা প্রাইম কোচিং সেন্টার প্রথম জয় পেয়েছে আর পরাজয়ের স্বাদ পেয়েছে বিপ্লব শহীদ স্মৃতি।
টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এক সপ্তাহ পর খেলা মাঠে গড়ায়। তাতে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিপ্লব শহীদ স্মৃতির অধিনায়ক বাবু। বল হাতে ৪০ রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে দারুন শুরু এনে দেন তার বোলাররা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে অনিক ও রাসেল ৮৬ রানে জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় রোধ করে। শেষ দিকে ইসতিয়াকের ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে প্রাইম ক্রিকেট। ইসতিয়াক ৫ মিনিট ক্রিজে থেকে মারেন ২টি চার ও ৩টি ছয়ের মার। ইনিংসে সর্বোচ্চ ৫৯ রান করেছেন রাসেল। ৩৫ বলে অর্ধশতক করা রাসেলের ৩৯ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। এরপাশে অনিক ৪২ ও তাসিন ১৮ রান করেন। বিপ্লব শহীদের মিজু ও রিপন দুটি করে এবং মোমিন ও সাগর ১টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে বিপ্লব শহীদ স্মৃতি পাওয়ার প্লেতে ৫৪ রান করে। হারাতে হয় তিন উইকেট। তবে এরপরই নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষদিকে রকি একপ্রান্ত ধরে রাখলে ২৩ ওভার ২ বলে অল আউট হওয়ার আগে তারা করতে পারে ১৮১ রান। রকি ৪০ বলে ৩টি চার ও ২টি ছয়ে ৪২, শাহ আলম ২৪, মোমিন ও রিপন ১৭ রান করে সংগ্রহ করেন। প্রাইম ক্রিকেট কোচিং সেন্টারের হাসিব ৪৩ ও ইসতিয়াক ৪০ রানে ৩টি করে ও রাসেল ২টি উইকেট দখল করেন।
দিনের অপর ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে সীমান্ত ক্লাবকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শান্ত ও রাকিব। রাকিব ব্যক্তিগত ৩৩ রানে ফিরলে ভাঙ্গে ৮ ওভার ১ বল স্থায়ী ৭৭ রানে জুটি। রাকিব ৩৩ রানে ফিরলেও শান্ত ফিফটি তুলে নেন। ফিফটির পর শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৬ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫৩ রান করেন। এ দুজনের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে শেষ দিকে ব্যাটিং ঝড় তুলে অর্ধশতকের দেখা পান সাকিব। তাতে তিন বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ২২৪ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করার সীমান্ত ক্লাব। ৩০ বলে ফিফটি করা সাকিব শেষ পর্যন্ত ৩১ বলে ৮টি চার ও এক ছয়ে ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এরপাশে বাপ্পা ২৫ রান করেন। সূর্য্য শিখার পরশ ৩১ ও শাওন ৫২ রানে ৩টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সূর্য্য শিখা। শেষ পর্যন্ত তারা ১৭ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে ১২৮ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে তানভীর হোসাইন সর্বোচ্চ ৩৪, শাওন ২৫ ও পরশ ১৬ রান করেন। সীমান্ত ক্লাবের আসাদ ১১ রানে ৩টি, কামরুল, আরিফুল ও রাহুল ২টি করে উইকেট দখল করেন।