নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন স্থান থেকে নানা রং ও আকারের ঘোড়া সমবেত হয়েছিল যশোরের বাঘারপাড়ায় দোহাকুলার মাঠে। এসেছিল জয়-পরাজয়ের খেলায়। জ্যৈষ্ঠের বিকেলকে দৌড়ে দৌড়ে রঙিন করেছে, উষ্ণ করেছে ঘোড়া ও ঘোড়সওয়ারের দল।
বাঙ্গালীর চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে ইন্দ্রা গ্রামবাসীর এ আয়োজন দেখতে এসেছিল দূর-দূরান্তের মানুষ। প্রাণভরে আয়োজন উপভোগ করেছে। প্রতিযোগিতায় ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় স্থানীয়দের পাশাপাশি নড়াইল, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, সাতমাইল, অভয়নগর থেকে ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামদিয়া ইউপি চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, আবু সাঈদ সর্দার সহ আরো অনেকেই। এ ছাড়ায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।
এর আগে সকাল থেকেই মাঠে বসে গ্রামীন মেলা। যশোরসহ আশপাশের জেলা থেকে বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়। প্রতিযোগিতা শেষে দোহাকুলা ইউপি চেয়ারম্যান ওয়াহিদুর রহমান আবু মোতালেব তরফদারের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মাসরুল আলমের সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।