কল্যাণ ডেস্ক
যাচাই-বাছাই শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আজ বুধবার রাত সাড়ে ১০টার পর ফল প্রকাশ করে আগের ফলে ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে তারা।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফল প্রকাশ করা হয়। কারিগরি ত্রুটির কারণে ফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় প্রকাশিত ফল তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর স্থগিত করা ফল পুনঃযাচাইক্রমে প্রকাশ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফল প্রকাশ সম্পর্কিত অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।