নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে দিনব্যাপি অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে শনিবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
যশোর জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত প্রতিযোগিতায় জেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার ৮৩ জন অংশ গ্রহণ করেন। এর মধ্যে ৪৬ জন বালক ও ৩৭ জন বালিকা। ৫০ ও ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ব্যাঙ লাফসহ ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স পরিষদের সম্পাদক নিবাস হালদারের পরিচালনায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর।
