নিজস্ব প্রতিবেদক
শিক্ষা পদক পেয়েছেন খুলনার পূর্ব বনিয়াখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলরুবা ইয়াসমিন।
খুলনা বিভাগীয় উপ পরিচালকের কাছ থেকে তিনি আজ বুধবার শিক্ষা পদক গ্রহণ করেছেন। করোনা ভাইরাস মহামারীতে ব্যতিক্রমি পাঠদান এবং সামাজিক সচেতনমূলক কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাকে এই পদক দেয়া হয়েছে।
খুলনা বিভাগীয় উপপরিচালক মোসলেম উদ্দীন প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর সকল ক্যাটাগরিতে বিভাগীয় শ্রেষ্ঠদের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও মেডেল প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার সহকারী উপ-পরিচালক ফজলে রহমান, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, প্রধান শিক্ষক মানস রায়, সহকারী শিক্ষক এস,কে জামান, আনিসুজ্জামান, প্রদীপ কুমার প্রমুখ।
অনুভূতি প্রকাশ করে শিক্ষক দিলরুবা ইয়াসমিন বলেন, এই স্বীকৃতি আমার কাজের গতিকে তরান্বিত ও বেগবান করবে ইনশাল্লাহ। তিনি সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
দিলরুবা ইয়াসমিন যশোরের সন্তান। তিনি নিউটাউন গার্লস স্কুল থেকে মাধ্যমিক, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং এমএম কলেজ থেকে স্নাতক পাস করেন।