নিজস্ব প্রতিবেদক
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানসহ জেলার প্রাথমিক স্কুলের প্রধানগণ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস পরিস্থিতিতে দুই বছর বন্ধ থাকার পর আবারও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের যাত্রা শুরু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার পুরোনো ধারার শিক্ষার ধরণ পাল্টে এমন এক নতুন শিক্ষার বীজ বপনের কাজে হাত দিয়েছে, যা শিক্ষার্থীর মস্তিস্ক ও পিঠ থেকে মুখস্থবিদ্যার বোঝা ঝেড়ে ফেলে তাদের কৌতুহল, জিজ্ঞাসা, অনুসন্ধান, গবেষণা ও ভাবনার শক্তি জাগাবে ও নেতৃত্বের গুণাবলী তৈরির উপযোগী করে তুলবে।
তিনি আরও বলেন, শিক্ষকতা মহান পেশা, চাকুরি না ভেবে আন্তরিক ভাবে কাজ করতে হবে। জাতীয় আমানত শিক্ষার্থীকে আলাদা মনে না করে নিজের সন্তানের মতো প্রতিষ্ঠা করতে হবে।