নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারের প্রান্ত মুড়ি মিলসসহ ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিএসটিআই অনুমোদন ছাড়া প্যাকেটজাত ও শিল্প লবন ব্যবহার, অনুমোদন ছাড়া গ্যাস, ডিজেল বিক্রি, আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি এবং নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে মামলা দিয়ে এই জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।
এদিন সকালে রায়পুর বাজারে অভিযান চালানোকালে দেখা যায় প্রান্ত মুড়ি মিলে উৎপাদিত মুড়ির প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ও বিএসটিআই’র অনুমোদনবিহীন প্যাকেটজাত করার অপরাধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে একই এলাকার দেবনাথ মিষ্টি ভান্ডারের নামে মামলা দিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস ও ডিজেল বিক্রি, তারিখবিহীন আইসক্রিম বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে কাইয়ুম স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান শ্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মেসার্স মমতা ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ ছাড়া বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার ছাড়াই বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে সালেহা কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।