নিজস্ব প্রতিবেদক
মাত্র ৬০ রানের লক্ষ্য ছিল বিপণনের সামনে। ইয়াং প্যাগাসাসের দেয়া এ রান করতে ৯ উইকেটে হারাতে হয়েছে বিপণনকে। ২৮ ওভার তিন বলে গিয়ে জয় পেয়েছে বিপণন।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস যশোর প্রথম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোরের লো স্কোরিং ম্যাচ জিতে প্রিমিয়ার আশা বাঁচিয়ে রাখলো দলটি।
সুপার লিগের প্রত্যেকের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। দুই ম্যাচ শেষে আাগামী মৌসুমের প্রিমিয়ার লিগ খেলা নিশ্চিত করেছে ইয়াং ড্রাগন মার্শাল অপরদিকে রেস থেকে ছিটকে পড়েছে ইয়াং প্যাগাসাস। শেষ ম্যাচে আসাদ স্মৃতি সংঘ জিতলেও ও বিপণন হারলে দুই দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকা দল যাবে প্রিমিয়ার ডিভিশনে।
রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ইয়াং প্যাগাসাসের অধিনায়ক ওহিদুল ইসলাম। সকালের শিশির ভেজা পিচের সুবিধা নিয়ে দুর্দান্ত বল করে বিপণনের বোলাররা। তাতে ২১ ওভারে মাত্র ৬০ রানে গুটিয়ে যায় তারা। ইয়াং প্যাগাসাসের ব্যাটারদের মধ্যে দু’অঙ্কের কোটা স্পর্শ করেছেন মাহামুদুল রনি। তিনি ২৭ বল খেলে চারটি বাউন্ডারিতে করেছেন ১৯ রান।
বিপণনের বোলারদের মধ্যে সাদমান খান ২৬ ও ফাহাদ ছয় রানে নিয়েছেন তিনটি করে উইকেট। সেতু ১১ রানে দু’টি ও একটি উইকেট নিয়েছেন আদনান সামি হৃদয়।
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করে বিপণন। তাতে দ্রুত উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে ক্লাবটি। তবে শেষ উইকেট জুটিতে ১২ রানের জুটি গড়ে দলের নিশ্চিত করে হাসানউল্লাহ ও এফএস ফাহাদ।
বিপননের ব্যাটারদের মধ্যে দু’জন পেরেছেন দু’অঙ্কের ঘরে যেতে। মাহিনুর রহমান ৩০ বলে চারটি চারে ২৪ ও আনোয়ার রাহিব ১৫ বলে একটি চারে করেছেন ১০ রান। ফাহাদ ৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এর বাইরে মাহিনুর রহমান ৩০ বলে চারটি চারে ২৪ ও আনোয়ার রাহিব ১৫ বলে একটি চারে করেছেন ১০ রান।
ইয়াং প্যাগাসাসের বোলারদের মধ্যে আবু বক্কর ১৮ রানে চারটি, স¤্রাট ২০ রানে তিনটি ও শাওন ১৯ রানে নিয়েছেন দু’টি উইকেট।
.