নিজস্ব প্রতিবেদক
৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উপলক্ষে ৩৩ সদস্যের যশোর জেলা প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ৩৩ সদস্যের দলে সুযোগ হয়নি সর্বশেষ হওয়া যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক মাহাদি হাসানের। এছাড়া সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় থাকা লেগ স্পিনার আসিফ আফ্রিদি রুবেলকেও রাখা হয়নি প্রাথমিক দলে। এ সব খেলোয়াড়কে দলে না রাখায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দলে ডাক পাওয়া খেলোয়াড়দের শনিবার বেলা ৪টায় ক্রিকেট সরঞ্জমাদিসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে শিমুল বিশ্বাস শিমু ও কোচ শামসুদ্দিন শাহাজির কাছে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
মাহাদি যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আসাদ ক্রিকেট একাডেমির হয়ে খেলেন। ৭ ইনিংসে ব্যাট করে দুই ফিফটিসহ ১৯২ রান করেন এ টপ অর্ডার ব্যাটার। সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেন ফাইভ স্টার ক্লাবের বিপক্ষে। ম্যাগপাই ক্লাবের বিপক্ষে খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস।
অপরদিকে লেগ স্পিনার আসিফ আফ্রিদি রুবেল ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহ তালিকায় সেরা পাঁচে ছিলেন। যদিও পরে ফোনে মাহাদিকে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।
তবে এই বিষয়ে যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো বলেন, ‘একটা প্রাথমিক দল হয়েছে। দলে রাইজিং স্টার খেলোয়াড় রাখার চেষ্টা করা হয়েছে। তবে এর বাইরে থেকে যে খেলোয়াড় নেয়া যাবে না তা নয়। এই খেলোয়াড়দের সাথে আরও কয়েকজনকে ডাকা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
দলে ডাক পাওয়া খেলোয়াড় হলেন, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, মঈনুল ইসলাম সোহেল, ইমরানুজ্জামান, আমিনুর রহমান, শাহারিয়ার সাকিব, হাসানুজ্জামান হাসান, লাকাতুজ্জামান রুবেল, আব্দুল্লাহ আল মামুন রাজু, শামীম শরীফ, টিপু সুলতান, রনি হোসেন, সাদমান রহমান, অরিদুল ইসলাম আকাশ, শেখ মাহমুদুল ইসলাম আকাশ, আশিকুল ইসলাম নিলয়, মেহরাব নিলয়, নিলয় রায়, ইমন ফারাজী, আবির হোসেন, অভিক ঘোষ বিল্টু, রেজওয়ান, হাসানুর, আজিজুল হাকিম তামিম, ইয়াসিন, মিকাইল, আল আমিন, মেহেদি হাসান শিবলি, মাহফুজুর রহমান, সুমন মোল্লা, জামাদিউস সানি, তামিম আখতার, শাহরিয়ার হুসাইন ও মোমিন।