নিজস্ব প্রতিবেদক
‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়/ও সে চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।’ ফেলে আসা দিনের স্মৃতিকে এভাবেই আবেগ-মাখা সুরে তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
শনিবার যশোর-খুলনার সাবেক ক্রিকেটাররা বিশ্বকবির এ অমর গানের আবাহনে উদ্বেলিত হয়েই যেন মিলে ছিলেন যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে। ব্যাট-বলের লড়াইয়ের সাথে খুলে বসেন স্মৃতির ডালি। দিনভর আলাপচারিতা, আড্ডা আর ধুসর স্মৃতি রোমন্থন করে হারিয়ে যান ফেলে আসা স্বর্ণালী অতীতে।
গল্প-আড্ডার সাথে ব্যাট-বলের লড়াইটাও হয়েছে জমজমাট। উত্তেজনা ছড়ানো এ ম্যাচে জয় পায়নি কোন দলই। ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছে টাই।
টসে হরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৩ রান করেন যশোরের সাবেক খেলোয়াড়দের নিয়ে গঠিত গোল্ডেন এক্স ক্রিকেটার্স। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে খুলনার সাবেক খেলোয়াড়দের নিয়ে গড়া এক্স ক্রিকেটার্স স্কোর বোর্ডে তোলে ১৭৩ রান। এর ফলে ম্যাচটি টাই হয়েছে।
যশোরের আসাদুল্লাহ খান বিপ্লব সর্বোচ্চ ৮১, রাজু পারভেজ ২৫, শিমু ১৫ ও সোহেল ১১ রান করেন। খুলনার মনি নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তুষার, তপন নন্দী, ফিরোজ ও তুহিন।
খুলনার তুষার সর্বোচ্চ ৮২ রান করেন। এরপাশে পাপ্পা ৪৫, মাসুম ১৬ রান করেন। বল হাতে যশোরের বনি, বিপ্লব, বাচ্চু ও রকিম নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক ক্রিকেটার অ্যাডভোকেট শফিয়ার রহমান মল্লিক। সাবেক ক্রিকেটার এমএ আকসাদ সিদ্দিকী শৈবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার সোহেল মাসুদ হাসান টিটো, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মাহাতাব নাসির পলাশ, খুলনার ক্রিকেটার মনিরুল ইসলাম মনির।
