খাজুরা (যশোর) প্রতিনিধি
ঘড়ির কাটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। একদল স্বেচ্ছাসেবীর ব্যস্ততা। কেউ শরবত বানাচ্ছেন, কেউ তরমুজ কেটে টুকরো টুকরো করছেন, কেউ প্লেটে প্লেটে ইফতারি সামগ্রী সাজাচ্ছেন। ২৭ (মার্চ ) বৃহস্পতিবার ইফতারের এমন আয়োজন ছিলো যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের প্রেমচারা বলফিল্ড মাঠে।
এদিন আরশাদ-আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এ অনুষ্ঠান এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়। এখানে ছিলো না ছোট-বড়, ধনী-গরিব ও সাদা-কালোর ভেদাভেদ। উপস্থিত প্রায় আড়াই হাজার লোকের একটাই উদ্দেশ্য সামাজিক বন্ধন সুদৃঢ় করা।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল। বাঘারপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মোড়ল ও সদস্য সচিব জাকির হোসেন সুহুদ। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট শিহাবুর রহমান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কোহিনুর রহমান, প্রেমচারা অস্থায়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ও বাঘারপাড়া উপজেলা কৃষক দলের সহসভাপতি আব্দুর রব রিকোসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, পূর্ব প্রেমচারা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।