আন্তর্জাতিক ডেস্ক
বিচ্ছেদে কষ্ট পায় দু’পক্ষই। তাই পছন্দের মানুষকে ধরে রাখতে চেষ্টার কোন কমতি রাখেন না অনেকেই! অনেকে আবার প্রাক্তন প্রেমকে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে ওঠেন। তেমনি এক ঘটনা সম্প্রতি আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রেমিকা ছেড়ে চলে গেছেন। তাকে ফিরিয়ে আনতে প্রেমিকার অফিসের সামনে প্রবল বৃষ্টির মধ্যে ২১ ঘণ্টা হাঁটু গেড়ে বসে রইলেন প্রেমিক। হাতে তখন এক তোড়া গোলাপ। ঘটনাটি ঘটেছে চীনের দাঝাউ প্রদেশে। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিকমাধ্যমে তা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২৮ মার্চ দুপুর ১টার দিকে দাঝাউয়ে প্রেমিকার অফিসের সামনে এক তোড়া গোলাপ নিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন ওই প্রেমিক। পরদিন সকাল ১০টা পর্যন্ত একভাবেই ছিলেন তিনি। এ সময় প্রবল ঠান্ডা ও বৃষ্টিকেও তোয়াক্কা করেননি সে যুবক। আশা করেছিলেন তার প্রচেষ্টায় মন গলবে প্রাক্তনের। কিন্তু তা তো হলোই না এমনকি যুবককে দেখতেও আসেননি তার প্রাক্তন প্রেমিকা।
এদিকে তার এমন কাণ্ড দেখে রীতিমতো ভিড় জমে যায় চারপাশে। অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি লি নামের একজন বলেন, আমরা অনেকেই তাকে চলে যাওয়ার কথা বলেছি। বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সে শোনেনি। তার এ উদ্ভট কর্মকাণ্ড দেখে একপর্যায়ে উপস্থিত হয় পুলিশও। তারাও তাকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা করেন। কিন্তু ওই যুবক নিজের সিদ্ধান্ত থেকে তো নড়েননি, উল্টো পুলিশকে প্রশ্ন করেন, ‘হাঁটু গেড়ে বসে থাকা কি অপরাধ? যদি তা না হয় তবে আমাকে যা করছি তা করতে দিন। আমাকে একা ছেড়ে দিন।’
প্রেমিকার কাছে ক্ষমা চাইতেই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলেও জানান। তবে অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে না পেরে ২৯ মার্চ সকাল ১০টায় তিনি বাড়ি ফিরে যান।
আরও পড়ুন:প্রেমিকার বিয়েতে বোমা উপহার, বিস্ফোরণে বরসহ নিহত ২
