নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রেমঘটিত বিষয়ের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় নয়জন আহত হয়েছেন। রোববার সকালে সদরের চাঁচড়া সাড়াপোলের কালাবাগা শ্বশান ও ভাতুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের রেলগেট পশ্চিমপাড়ার রোহিত আলী (১৮), মিরাজ হোসেন (২০), তাইজেল ইসলাম (১৮), মেহেদি হাসান (২০), ইয়াসিন হোসেন (২২), হৃদয় ওরফে শরিফুল ইসলাম, সদরের সাড়াপোল ভাতুরিয়া পূর্বপাড়া গ্রামের রাজিন ইসলাম (২০), লিখন হোসেন (১৭) ও পশ্চিমপাড়ার দীপু মিয়া (২৫)।
স্থানীয়রা জানান, সকালে চাঁচড়ার সাড়াপোলের কালাবাগা শ্বশানে প্রেমিক শহরের রেলগেট এলাকার পশ্চিমপাড়ার শুভ ও তার প্রেমিকা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে আটকে রাখে। পরবর্তীতে আটক হওয়া প্রেমিক শুভ মোবাইল ফোনে তার বন্ধুদের ভাতুরিয়া বাজারে আসতে বলে। ঘণ্টাখানেক পর শহরের রেলগেট পশ্চিমপাড়ার রোহিত আলী, মিরাজ হোসেন, তাইজেল ইসলাম, মেহেদি হাসান, ইয়াসিন হোসেন ও হৃদয় ওরফে শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় তারা জনতার হাতে আটক হওয়া প্রেমিক শুভ ও প্রেমিকাকে ইজিবাইকে তুলে নিয়ে আসতে গেলে স্থানীয়রা তাদেরকে বাধা দেয়। পরে মারামারিতে লিপ্ত হলে সদরের সাড়াপোল ভাতুরিয়া পূর্বপাড়া গ্রামের রাজিন ইসলাম, লিখন হোসেন ও পশ্চিমপাড়ার দীপু মিয়াসহ দুই পক্ষের অন্তত নয়জন আহত হন। এ সময় তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসলে তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান তিনি।