পাটকেলঘাটা প্রতিনিধি
প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে অতঃপর বাড়িতে ফিরে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলায়। উপজেলার বাতুয়াডাঙ্গা গ্রামের কলেজছাত্রী জয়া মন্ডল (১৮) রোববার ভোর রাতে সবার অজান্তে নিজের ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
জানা গেছে, পাশের মাদরা গ্রামের শাওন মন্ডলের সাথে প্রেমের সম্পর্ক ধরে সপ্তাহ খানেক আগে প্রেমিক ও প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই সময় তারা হিন্দু ধর্ম মতে বিয়েও করে। পরবর্তীতে স্থানীয় মেম্বরদের মাধ্যমে মিমাংসা করে জয়াকে বাড়িতে ফিরিয়ে আনার পর রোববার ভোর রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, প্রেমের সম্পর্কের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরীর রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাহ করার নির্দেশ দেয়া হয়েছে।