নওয়াপাড়া প্রতিনিধি
যশোরের অভয়নগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীর মুখে ব্লেড দিয়ে জখম করেছে উপজেলার বুইকরা গ্রামের বখাটে রোহান ইসলাম (২১)। বুধবার দুপুরে উপজেলার গরুহাটের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রীর স্বজনরা জানান, রোহান দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কিন্তু ওই ছাত্রী সম্মত না হওয়ায় মাঝে মাঝেই তাকে বিরক্ত করত। তার জেরই ধরে এ ঘটনা ঘটায় ওই বখাটে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে আহত ছাত্রীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরও রোহান-সহ বেশ কয়েক জন মিলে ওই ছাত্রীর অভিভাবকদের মারধর করে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এদিকে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান বলেন, এক স্কুল ছাত্রীকে বখাটে যুবক ব্লেড দিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১ Comment
Pingback: হালনাগাদ তালিকায় যশোরে ভোটার বেড়েছে ১ লাখ ৩৫ হাজার জন