নিজস্ব প্রতিবেদক
যশোরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহর শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হবে । প্রেসক্লাব যশোর মিলনায়তনে সোমবার সকাল ১১টায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার জন্য প্রেসক্লাবের পক্ষে আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।
অন্যদিকে, পরিবারের পক্ষ থেকেও আজ সোমবার বিকালে (আছর বাদ) যশোর শহরের খালধার রোডস্থ আমিনিয়া আলিয়া মাদ্রাসা মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তার একমাত্র জামাতা রাকিবুল আলম।
অপরদিকে, যশোরের খ্যাতিমান সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বীরমুক্তিযোদ্ধা কলাম লেখক আমিরুল ইসলাম রন্টু। এক বিবৃতিতে তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ শুক্রবার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
