নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিকদের সঙ্গে ঈদ আড্ডায় মিলিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (২ এপ্রিল) রাত সোয়া আটটায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে এ আড্ডা হয়।
দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার আড্ডায় অনিন্দ্য ইসলাম অমিত যশোরের সাংবাদিকদের সাথে আড্ডায় মেতে উঠেছে। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ঈদের কোলাকুলি করেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একটি মহল থেকে বিএনপিকে জনগণের কাছে হেয় করার পরিকল্পিত ষড়যন্ত্র করতে দেখা যাচ্ছে। কিন্তু, বিএনপিকে হেয় করে গণতন্ত্র পরিপূর্ণতা পাবে না।
অনিন্দ্য ইসলাম অমিত ১৬ বছর পর বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অভিযাত্রার বাংলাদেশে মুক্ত পরিবেশে প্রথম ঈদ উদযাপন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের মর্মস্পর্শী বর্ণনা দেন। দলের লাখ লাখ নেতাকর্মীসহ সাধারণ মানুষের ফ্যাসিস্ট জমানায় ঈদসহ সব প্রকার উৎসব উদযাপন করতে না পারার কষ্টের কথা তুলে ধরেন।
ঈদ আড্ডায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক ও পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান,ফিরোজ গাজী,জুয়েল মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ প্রমূখ।
