লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ফল ধরা দু’শতাধিক কুল গাছ কেটে দিল দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের আজাদ শেখের কুল বাগানে এ ঘটনা ঘটে। এতে বাগানের পাঁচলাখ টাকার কুল নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক। একই গ্রামের গফফার শেখের ছেলে আজাদ শেখ।
কুলচাষি অভিযোগ করে জানান, ২০১৫ সালে একই গ্রামের মোহাম্মদ মল্লিকে খুন হন। ওই মামলায় আমিসহ আমার ভাই সাজ্জাদ ও গ্রামের অনেককে আসামী করা হয়। ওই হত্যা মামলার বাদী নিহতের ছেলে আলমগীর মল্লিক আদালতে সাক্ষ্য দেয়া নিয়ে দীর্ঘদিন যাবত ধরে তালবাহানা শুরু করেছে। এ নিয়ে আমাদের সাথে আলমগীরের বিরোধ চলছে।
কুল চাষি আজাদ শেখ ও তার ভাই সাজ্জাদ শেখ অভিযোগ করেন, ওই বিরোধের জের ধরে আলমগীর ১০/১২ জন নিয়ে আমার (আজাদ) কুল বাগানের ফল ধরা গাছ কেটে দিয়েছে। পরের জমি বর্গা নিয়ে কুল চাষ করেছি। আমি আইনগত ব্যবস্থা নেবো।
অভিযুক্ত আলমগীর মল্লিকের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এঘটনা নিয়ে এলাকায় চরম অশান্তি বিরাজ করছে।
