নেংগুড়াহাট প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য শরিফুল চাকলাদারের ছেলে আল বিন ফাইছাল এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
ফাইছাল রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ১১০৮ নম্বর পেয়ে সে রাজগঞ্জ এলাকায় প্রথম স্থান অর্জন করেছে। ছেলের কৃতিত্বে পিতা মাতা গর্বিত।
আল বিন ফাইয়ছাল ভবিষ্যতে উচ্চ শিক্ষার পাশাপাশি প্রশাসনের কর্মকর্তা হয়ে মানুষের মতো মানুষ হতে চায়। সে সকলের কাছে দোয়া প্রার্থী।