ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটে পেস আক্রমণের বিজ্ঞাপন হয়ে উঠেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তারা জাতীয় দলের দুই প্রধান গতিময় অস্ত্র। নিজেদের কঠোর পরিশ্রম, ক্রিকেটের প্রতি নিবেদন এবং পেশাদারিত্বের মাধ্যমে এই দুই ক্রিকেটার কেবল মাঠেই নয়, পালন করছেন দলে নেতৃত্বের ভূমিকাও।
দীর্ঘদিন ধরেই এই দুই পেসার বাংলাদেশ দলের নির্ভরতার প্রতীক। জাতীয় দলের অভিজ্ঞ ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম এই দুই তারকার নিবেদন ও পেশাদারিত্ব নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘তাসকিন ও মুস্তাফিজকে আমি দীর্ঘদিন ধরে চিনি। চরিত্রগতভাবে তারা আলাদা, কিন্তু কাজের জায়গায় তারা দুজনই ১০০ ভাগেরও বেশি দেয়। কোনো ধরনের অনুশীলন, রানিং বা ওয়ার্কআউটে কখনো ‘না’ বলে না।’
ডালিমের মতে, এই পরিশ্রম আর মনোযোগই তাদের আজকের পর্যায়ে নিয়ে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিয়ত কঠিন হয়ে ওঠা প্রতিযোগিতার মাঝে টিকে থাকতে গেলে ভবিষ্যতের জন্যও এখন থেকেই প্রস্তুত থাকতে হয়। আর সে প্রস্তুতির পথেই রয়েছেন তাসকিন-মুস্তাফিজ।
বিশেষ করে মুস্তাফিজের চাপ সামলানোর দক্ষতা এবং ক্রিকেটীয় মস্তিষ্কের প্রশংসা করেছেন ট্রেনার ডালিম, ‘মুস্তাফিজ অত্যন্ত বুদ্ধিমান ক্রিকেটার। মাঠে সব কিছু শক্তি দিয়ে হয় না, মাথা দিয়ে খেলতে হয়। চাপের সময়ে সে মাথা ঠান্ডা রাখে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়।’
যদিও তাসকিন এখন মাঠের বাইরের এক ঘটনায় চাপে আছেন। তার বিরুদ্ধে বন্ধুর সঙ্গে মারামারি অভিযোগ। সেই পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছেন এই পেসার। আর মুস্তাফিজুর রহমান জাতীয় দলের ব্যস্ততা না থাকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন!