নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে যশোরে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল বেলা পৌনে ১২টায় সিটি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নেতৃত্বে যশোরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, গত ৭ অক্টোবর থেকে ইজরাইলে সামরিক অভিযানসহ নজিরবিহীন মানবতাবিরোধী দানবিক ও নৃশংস হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গত ছয় মাসের সামরিক অভিযানে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করা হয়েছে। অব্যাহত হত্যাযজ্ঞে প্রতিদিন আরও শত শত মানুষ আহত ও নিহত হচ্ছেন। আমরা এ হত্যাযজ্ঞ বন্ধ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানাচ্ছি।
