সাতক্ষীরা জেলা প্রতিনিধি
নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের প্রতি ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা নিউমার্কেটের সামনে সাতক্ষীরা ইমাম সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও মাওলানা মনিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মনোয়ার হোসেন মোমিন, হাফেজ মাওলানা রুস্তুম আলী তাওহিদিসহ ইমাম সমিতির নেতারা।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলিরা শিশু থেকে বৃদ্ধ সবার ওপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তাদের প্রতি ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। সারাবিশ্বের উন্নত, অনুন্নত অনেক দেশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কিছু কিছু দেশ ফিলিস্তিনিদের সহযোগিতা করছে। আমরা তাদের প্রতিও ধিক্কার জানাই।
