নওয়াপাড়া (যশোর) প্রতিনিধিঃ খুলনার ফুলতলায় এক তরুণীর মস্তকহীন বিবস্ত্র লাশ উদ্ধার হয়েছে। নিহত তরুণী দামোদর গ্রামের শহিদুল হকের বাড়ির ভাড়াটিয়া ও ভ্যান চালক এমদাদুল হক গাজীর কন্যা। সে ওই এলাকার আইয়ান জুট মিলের শ্রমিক। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম জানান, গতকাল ভোরে গ্রামের কৃষক রেজা সরদার পানি দিতে মাঠে গিয়ে রবিউল মল্লিকের ধান ক্ষেতে বস্ত্র ও মস্তকহীন লাশ দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত মুসলিমার মেঝ বোন আকলিমা খাতুন (২৩) জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক নয়টার দিকে মোবাইলে ফোন পেয়ে কাউকে কিছু না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মোবাইলেও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার বোনের লাশ সনাক্ত করেন। এ সময় লাশের পরনে কোন বস্ত্র ছিল না এবং যৌনাঙ্গ, বুকসহ শরীরের বিভিন্ন স্থান ক্ষত দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে সকাল ১০টার দিকে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠায়।
থানা অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার বলেন, প্রেমঘটিত কোন ঘটনার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। নিহত মুসলিমার খন্ডিত মস্তক ও পরিধেয় বস্ত্র উদ্ধার হয়নি। ঘটনাস্থলে তাকে হত্যা না অন্য কোথাও তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয়েছে সেটি নিশ্চিত নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।