মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
শুক্রবার দিবাগত রাতে মহেশপুরে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
থানা সূত্রে প্রকাশ, পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাজিরবেড় বাউলি মাঠ থেকে ৫৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সলেমানপুর গ্রামের আশাদুল ইসলামকে (৩০) আটক করে। এ ব্যাপারে মাদক আইনে থানায় মামলা হয়েছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।