নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ডের মাধ্যমে যশোরের বিভিন্ন উপজেলায় আজও টিসিবি’র (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি হবে। এদিন ১২ হাজার ১০২ পরিবার সরকারের ভর্তুকি দামের এই পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। একেকটি কার্ডের বিপরীতে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কেনা যাবে। এক্ষেত্রে ২ লিটারের বোতলজাত সয়াবিনের দাম পড়বে ২২০ টাকা। ২ কেজি চিনির দাম ৫৫ টাকা কেজি দরে ১১০ টাকা। ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডালের দাম ১৩০। সবমিলিয়ে ৩টি পণ্যের এই প্যাকেজের দাম ৪৬০ টাকা।
আজ বৃহস্পতিবার টিসিবি পণ্য বিক্রি হবে-চৌগাছা পৌর এলাকার ইউনিয়ন পরিষদ চত্বর ও বেড়গোবিন্দপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে। বাঘারপাড়ায় বন্দাবিলা ইউনিয়ন পরিষদ চত্বর ও গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বর ও বামুনিয়া সনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে। মণিরামপুরে পৌর এলাকার মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে ও গাংড়া মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র পাশে এবং তাহেরপুর কলাবাগান স্কুল মোড়। ঝিকরগাছা উপজেলায় ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে ও নাভারন ইউনিয়ন পরিষদ চত্বরে। অভনগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বর ও বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে। এছাড়া যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন বসুন্দিয়া মোড় ও বসুন্দিয়া বাজারে টিসিবির পণ্য বিক্রি হবে।