নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বকচর চৌধুরী পাড়ার নির্মাণাধীন শামীম মার্কেট যেন বখাটেদের আড্ডাখানা। দিনরাত সেখানে চলে দলবেধে বখাটেদের উৎপাত।
এলাকাবাসী অভিযোগ করেছেন, প্রত্যেকদিন সকাল থেকে রাত অবধি ওই এলাকার উঠতি বয়সের বখাটেরা নির্মাণাধীন শামীম মার্কেটের ভেতরে আড্ডা দিয়ে থাকে। সারাদিন চিৎকার চেঁচামেচি, হইহুল্লোড়, গালিগালাজে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার লোকজন। তাদের কেউ কিছু বলতে গেলে উল্টো ধমক শুনতে হয়। হুমকিও শুনতে হয়। এলাকার নারী পুরুষ ওই এলাকার পাশ দিয়ে যেতে পারে না। বকচর, হুশতলা ও আশেপাশের এলাকার ১০/১৫জন উঠতি বয়সের কিশোর-যুবক ওই মার্কেটের ভেতরে নিয়মিত আড্ডা দিয়ে থাকে। সেবন করে মাদকদ্রব্য। ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, গাঁজা সেবন হয় নিয়মিত। পুলিশি টহল না থাকার সুবাদে ওই বখাটেরা নিয়মিত আড্ডাস্থল বানিয়ে ফেলেছে। এলাকার লোকজন সাহস করে পুলিশে সংবাদ দিতে ভয় পাচ্ছেন। কেউ জেনে ফেললে তার ওপর হামলা হতে পারে এই আশংকায় পুলিশে নালিশ করতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর দাবি পুলিশ যদি ওই এলাকার শামীম মার্কেটের আশেপাশে টহল বৃদ্ধি করে তাহলে এই ধরনের আড্ডা বন্ধ হতে পারে। যে কোন প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতিও এড়ানো যাবে।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিষয়টি ওই এলাকা থেকে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
