নিজস্ব প্রতিবেদক: পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১ টায় শহরের চাঁচড়া ডালমিল পিকেএস কার্যালয়ে জন্মদিনের কেক কাটাসহ ফ্রি চক্ষু সেবা প্রদান করা হয়। এ সময় থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ফ্রি রক্ত প্রাপ্তির কার্ড বিতরণ করা হয়েছে।
এ আয়োজনে সভাপতিত্ব করেন পিকেএস’র সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান। পিকেএস যশোরের যুগ্ম সম্পাদক এবং দৈনিক কল্যাণ সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, সিভিল সার্জন অফিসের শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন ও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন, সহসভাপতি অ্যাডভোকেট জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তরফদার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মাহাফুজুল হক ফারুক, নির্বাহী সদস্য ডা. নাসিম রেজা, অধ্যাপক মসিউল আযম, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। এরমধ্যে ৩০ জন ছানি রোগী বাছাই করা হয়েছে। যাদের পরবর্তীতে ফ্রি অপারেশন ও চশমা প্রদান করা হবে। এছাড়া অনুষ্ঠানে ৩০ জন থ্যালাসেমিয়া রোগীর মাঝে ফ্রি রক্ত প্রাপ্তির কার্ড বিতরণ করা হয়েছে। সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনের কেক কাটা হয়।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি একজন মহামানব। জাতি হিসেবে আমরা তার মতো নেতা পেয়ে সৌভাগ্যবান। মহামানবের সবসময় জন্ম হয় না। গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা। তার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ বিশ্বদরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে। আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে চলেছি।