নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোরের উদ্যোগে তিনদিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিবর্তন কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
উদ্বোধনের পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর আজ শুক্রবার বিকেল ৪টায় আবৃত্তি প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। এবং আগামী শনিবার ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শিশুদের পরিবেশনায় সুকুমার রায়ের গল্প অবলম্বনে মৃন্ময় চক্রবর্তী ও সৈয়দ শাহিনুর রহমানের নাট্যরুপে সৈয়দ শাহিনুর রহমানের নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘পাগলা দাশু’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের যশোর শাখার সভাপতি অধ্যাপক সুকুমার দাস, শিল্পকলা একাডেমি যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, বিবর্তন যশোরের উপদেষ্টা অর্চনা বিশ্বাস, সাজেদ রহমান বকুল, আজিজুর রহমান সাবু, সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপল, সাধারণ সম্পাদক দীপংকর বিশ্বাস, বিবর্তন যশোর আবৃত্তি ও আর্ট স্কুলের আবৃত্তি শাখার অধ্যক্ষ শীলা রানী দাস, আর্ট শাখার অধ্যক্ষ সাদি তাইফ প্রমুখ।