নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এ্যাবাকাস সফ্ট বিডি লিমিটেড। যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের সপ্তম তলায় এ্যাবাকাস সফট বিডি লিমিটেড কার্যালয়ে আয়োজনটি অনুষ্ঠিত হয়। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজনে অংশগ্রহণ করে যশোরের স্বনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। বিশেষ অতিথি ছিলেন সুরধনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশীদ, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহিন ইকবাল, মধুসূদন তারাপ্রসন্ন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ খায়রুল আনাম এবং এ্যাবাকাস সফট বিডি লিমিটেড এর চেয়ারম্যান মো. জহির ইকবাল।
আলোচনা পর্ব শেষে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসরিকা তাবাস্সুম প্রিয়ন্তী, ২য় স্থান অধিকার করে দাউদ পাবলিক স্কুলের ইয়াসমিন আরা, ৩য় স্থান অধিকার করেন পুলিশ লাইন স্কুলের আলিমুর রায়হান এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে যশোর সরকারি সিটি কলেজ এর সাজ্জাদ হোসেন, ২য় স্থান অধিকার করে মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয়ের দিপান্বিতা সিংহ রায়, ৩য় স্থান অধিকার করে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সোহাগ হাওলাদার।
