সংবাদ বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে (১৫ আগস্ট বৃহস্পতিবার) বেলা ১১ টায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে বেলা সাড়ে ১১ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এজন্য নেতাকর্মীদের সকাল সাড়ে ১০ টায় শহরের গাড়িখানা রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান।