নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে ৮টি উপজেলা দল মাঠে নামে। ম্যাচ গুলোয় জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজ, শার্শার নাভারণ ডিগ্রি কলেজ, কেশবপুরের সকরকারি ডিগ্রি কলেজ ও যশোর সদরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ।
তবে বেশ কয়েকটি কলেজ খেলোয়াড়দের পক্ষে যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় মাঠের লড়াই তেমন জমেনি। প্রথমার্ধ খেলা হওয়ার প্রতিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অভয়নগরের পায়রাহাট কলেজ ও ঝিকরগাছার সরকারি শহীদ মশিউর রহমান কলেজ। ম্যাচ শুরুর আগে ঝিকরগাছা কলেজের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঠিক কাগজপত্র ছিল না। তবে প্রথমার্ধে খেলা শেষ করার আগে কাগজপত্র দেয়ার প্রতিশ্রুতিতে দলটিকে মাঠে নামার সুযোগ দেয়া হয়। কিন্তু প্রথমার্ধের পর ঝিকরগাছা কলেজের শিক্ষকদের আর পাওয়া যায়নি। পরে প্রতিপক্ষ পায়রাহাট কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়।
দিনের দ্বিতীয় ম্যাচেও একই ঘটনা ঘটে। এ ম্যাচে বাঘারপাড়া কলেজ একই কাজ করে। প্রথমার্ধে বাঘারপাড়া কলেজটি ১-০ গোলে এগিয়ে ছিল। তবে আয়োজক কমিটির চাহিদামতো কাগজ জমা দিতে না পারায় দ্বিতীয়ার্ধের আর খেলা মাঠে গড়ায়নি। প্রতিপক্ষ শার্শার নাভারন ডিগ্রি কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করে বাঘারপাড়া কলেজের এক শিক্ষক বলেন, আমরা কিছু নির্দেশনা পেয়েছিলাম। তবে গতবছর খেলার সময় কোন কাগজ চাওয়া হয়েছিল না। সেই হিসেবে এবছরও আমরা একই ভাবে খেলতে চলে আসছি। যে সময় দিয়েছিল তাতে বাঘারপাড়া থেকে কাগজ নিয়ে আসার সময় ছিল না।
এদিনের বিকেলে দুই ম্যাচ আবার মাঠের লড়াইয়ে ফল দেখেছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ১-০ গোলে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে। দিনের শেষ ম্যাচে একই ব্যবধানে চৌগাছার এসএম হাবিবুর রহমান ডিগ্রি কলেজকে পরাজিত করে যশোর সদরের হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজ।
এর আগে সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। ক্রীড়া সংগঠক আক্তারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালেদ জাহাঙ্গীর।
বুধবার প্রতিযোগিতার দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজ ও শার্শার নাভারণ ডিগ্রি কলেজ। বিকাল ৪টার দ্বিতীয় সেমিফাইনালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের মুখোমুখি হবে সদরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ।