নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে শার্শার নাভারন ডিগ্রি কলেজ ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ।
বুধবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নাভারন ডিগ্রি কলেজ ৫-১ গোলে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড কলেজকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।
একই মাঠে বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে চমক দেখিয়েছে কেশবপুর ডিগ্রি কলেজ। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সদরের হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজকে ১-০ গোলে হারিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একই মাঠে শিরোপার লড়াই নামবে কলেজ দুটি।
সকালে দিনের প্রথম সেমিফাইনালে শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজ ৫-১ গোলে জয় পায় পায়রাহাট ইউনাইটেড কলেজের বিপক্ষে। বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে গোলগুলো করেন ১১ মিনিটে বিল্লাল হোসেন, ১৭ মিনিটে আসাদুজ্জামান, ১৯ মিনিটে ফাহাদ হোসেন, ২৭ মিনিটে তালহা রহমান। এছাড়া ফলাফল শিটে ৩৯ মিনিটে ১৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করেছেন বলে উল্লেখ আছে। ১৯ নম্বর জার্সি পরিহিত কোন খেলোয়াড়ের অস্তিত্ব খেলোয়াড় তালিকায় পাওয়া যায়নি। এ ম্যাচটি পরিচালনা করেন ফেরদৌস হাসান, ইভান হোসেন, রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান। পায়রাহাট ইউনাইটেড শিক্ষা প্রতিষ্ঠানের জোনায়েদ হোসেন একমাত্র গোলটি করেন ১০ মিনিটে।
বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সদরের আল হেরা ডিগ্রি কলেজ ও কেশবপুর উপজেলার কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ। এ ম্যাচ কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের ১৬ মিনিটে একমাত্র গোলটি করেন কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানের ১০ নম্বর জার্সি পরিহিত মনিরুল ইসলাম। তার করা গোলেই ফাইনালে উঠেছে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ।