নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের শিরোপা নিজেদের করে নিয়েছে শার্শার নাভারন ডিগ্রি কলেজ। বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা টাইব্রেকারে ৩-১ গোলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে নাভারন কলেজ ৪টি শটের তিনটিতে গোল করে। অপরদিকে কেশবপুর ডিগ্রি কলেজ একটিতে গোল করতে পারে।
নাভারণ ডিগ্রি কলেজের নাইম হোসেন, ফাহাদ রহমান ও আসাদুজ্জামান টাইব্রেকারে গোল করেন। প্রতিপক্ষ কেশবপুর কলেজের পক্ষে গোলটি করেন সৌরভ কুমার দাস।
চ্যাম্পিয়ন নাভারন ডিগ্রি কলেজের সাথে কেশবপুর ডিগ্রি কলেজও খুলনা বিভাগীয় পর্যায়ের খেলার সুযোগ পাবে।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বিজয়ী-বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন ও জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালন করেন ক্রীড়া সংগঠক আক্তারুজ্জামান। জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করে।