কয়রা (খুলনা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কাব্যগ্রন্থ কবি নতুন প্রজন্মের জন্য উৎসর্গ করছেন। শনিবার বিকাল ৩ টায় কয়রা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লেখক অরুণ হালদার তার লেখা অগ্নি কন্যা, মুক্তির মহানায়ক ও মুজিব শতবর্ষ নামে ৩ টি কাব্যগ্রন্থ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কবি অরুণ হালদার বলেন, আমি দীর্ঘ ৩০ বছর প্রত্যন্ত গ্রাম এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত। আমি বাংলার মহানায়ক ও গণতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার বিশে^র প্রথম সারির নেত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখব, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসাহ বাড়াবে।
তিনি বলেন, চিকিৎসা সেবার পাশাপশি একটু অবসর পেলেই লেখার কাজ করি এবং প্রথমে ২০২১ সালের অমর একুশের বইমেলায় আমার কাব্যগ্রন্থ অগ্নি কন্যা ও মুক্তির মহানায়ক পাঠক পরিচিতি লাভ করে।