কল্যাণ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জয় বাংলা’ জাতীয় স্লোগানের স্বীকৃতি পেয়েছে উচ্চ আদালতের রায়ে। এই স্লোগানটা কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকেই নেওয়া। এই ‘জয় বাংলা স্লোগানটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবই নিয়েছিলেন। এবং প্রথম ছাত্রলীগকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা এটা মাঠে নিয়ে যাও। ‘জয় বাংলা’ ধীরে ধীরে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। এটা আমাদের বিরাট অর্জন।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এবং বিশেষ গবেষণা-অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনপ প্রান্তে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াহিয়া খান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ৭০ সালের ডিসেম্বর মাসে নির্বাচন হয়। সমগ্র পাকিস্তানে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সমগ্র পাকিস্তানে একজন বাঙালি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে-এটা পাকিস্তানের তখনকার নেতা ভুট্টো সাহেব মানতেই পারেননি। কারণ, তিনি পশ্চিম পাকিস্তানে মাত্র ৭০টা সিট পেয়েছেন। আর বাকি সব সিট বঙ্গবন্ধু শেখ মুজিব পান।’