কামরুল ইসলাম, অভয়নগর
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়রদার বলেন, বঙ্গবন্ধু লক্ষ্য স্থির করতে পারতেন ও তা বাস্তবায়ন করতে পারতেন। তিনি স্বপ্ন দেখতেন উন্নত, সমৃদ্ধ, অসম্প্রদায়িক সোনার বাংলা গড়ার। তার অসমাপ্ত কাজ তারই যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। অভয়নগর থানার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
বুধবার দুপুরে থানা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহমেদ খান, নওয়াপাড়া রাজঘাট শিল্পঞ্চালের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মোটরযান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সধারণ সম্পাদক রবিন অধিকারি ব্যাচা, ব্যবসায়ি আব্দুল আজিজ সরদার প্রমুখ।