নিজস্ব প্রতিবেদক
যশোরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার শহরের বঙ্গবন্ধু মুর্যালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান মিন্টু এ কম্বল বিতরণ করেন।
সংগঠনের সভাপতি কেরামত আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর আজাদের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন ও উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকী, আসাদ আসাদুজ্জামান, নুরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আজিম উদ্দিন, শফিকুল ইসলাম শফিক, তৌয়ব হোসেন, ডা. মরিয়ম বেগম ও আজিজুর রহমান রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, বিলকিস সুলতানা সাথী, রাকিব উদ্দিন বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমান, নূর ইসলাম আলো, রাসেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।